Snake 3: Python Vs Dinosaur. Movie Review.

 Snake 3: Python Vs Dinosaur. Movie Review.

Snake 3: Python Vs Dinosaur



মুভির শুরুতে আমাদের একটি দ্বীপ দেখানো হয়। সেখানে নির্মাণাধীন কাজ চলছে। তারপর আমরা তাদের সুপারভাইজার মিস্টার চ্যান কে দেখতে পাই। কর্মীরা তাকে বলে, "আমরা এখানে চারিদিকে বড় বড় কঙ্কাল পেয়েছি। তবুও আমরা সিউর না এর নিচে কি আছে। কারণ এই জায়গায় অনেক শক্ত"।


চ্যান কুয়ান কে কল করে আর বলে, "আমাদের এখানে বোম ব্যবহার করতে হবে"। তিনি জবাবে বলে উঠে, "তোমার যা ভালো মনে হয় তুমি করো। কিন্তু কাজ জলদী হওয়া চায়"। তারপর চ্যান এখানে বোম বিস্ফোরণ করে। আবার তাদের সামনে একটি শক্ত জিনিস এসে পরে। যা দেখে সবাই অবাক হয়ে যায়।


তারপর দুইজন কর্মী দেখতে নিচে যায়। তখন হঠাৎ করে সেই জিনিস এখান থেকে পালিয়ে যায়। তখন সবাই জানতে পারে এখানে একটি জায়েন্ট পাইথন রয়েছে। এটা দেখে সবাই পালিয়ে যেতে থাকে। কিন্তু পাইথন তাদের কাজকর্মের জন্য রেগে গিয়েছে। তাই সে তাদের মারতে শুরু করে। এরপর বাকিরা তাদের জীবন বাঁচানোর চেষ্টা করে। কিন্তু সেখানে একটি জায়েন্ট ডাইনোসর চলে আসে। তারপর ডাইনোসর পাইথন এর সাথে যুদ্ধ করতে শুরু করে।


তারপর আমরা কিছু সাল পরের দৃশ্য দেখতে পাই। যেখানে সাংবাদিক বলছে, কুয়ান এর গ্রুপ নতুন দ্বীপ এ এম.সি.এন.টি কে লজিক্যাল থ্রিম পার্ক তৈরি করার পরিকল্পনা করছে। যার সম্পূর্ণ তৈরি সে করে ফেলেছে। এরপর আমরা কেই নামের ছেলেকে দেখি। তার ঘরে একটি ছায়া দেখতে পাওয়া যায়। সে ছায়া দেখে তার পায়ে মেশিন লাগিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।


কিন্তু কিছু দূর যাওয়ার পরে সে পরে যায়। তারপর জানতে পারা যায় সেই ছায়া টি তার মা রয়েছে। সে কেই কে বিপদজনক পরিস্থিতির মোকাবেলা করা প্রশিক্ষণ দিচ্ছে। কেই এর মা ভ্রমণ এর পরিকল্পনা পরিবর্তন করে দেয়। কারণ কেই ভালো মতো চলতে পারছে না। এটা শুনে কেই অনেক উদাস হয়ে যায় আর বলে উঠে, "আমি এখন আর বাচ্চা নেই"। কিন্তু কেই এর মা তাকে নিজের থেকে বেশি ভালোবাসে।


এই জন্য দুইজন পরেরদিন ড্রেজাট দ্বীপ প্যারাড্রাইজ দেখতে বেরিয়ে পরে। তাদের সাথে কুয়ান এবং অনেক মানুষ ছিল। হঠাৎ করে পাখির এক দল বাসের সাথে এসে বাড়ী খায়। যেটা দেখে সবাই ভয় পেয়ে যায়। কিন্তু কন্ট্রাক্টার বলে, "সবকিছু ঠিক আছে। চিন্তা করার প্রয়োজন নেই"। এমন সময় তাদের বাসের দিকে বড় বড় পাথর আসতে থাকে। ড্রাইভার সবাই কে বাঁচানোর চেষ্টা করে। এই সময় বাসের এক্সিডেন্ট হয়ে যায়। সবাই বাস থেকে বেরিয়ে আসে আর সবাই বাস বের করার চেষ্টা করে।


তারপর কেই র বাথরুম পায়। মিস্টার বিন তাকে জঙ্গলের পিছনে নিয়ে যায়। দুইজন বাথরুম করতে থাকে। হঠাৎ করে কোন জন্তু বিন এর চেহারা ধরে ফেলে আর তাকে নিজের দিকে টেনে নিয়ে যায়। কেই পিছনের দিকে তাকিয়ে বিন কে কোথাও দেখতে পায় না। অন্যদিকে তাদের গ্রুপ এর এক বৃদ্ধ পাথরের উপরে সবুজ তৈলাক্ত পদার্থ দেখে আর সবাইকে বলে উঠে, "আমাদের দ্রুত এই জায়গা ছেড়ে যেতে হবে"।


তখন হঠাৎ করে একটি জন্তু তাদের দলের এক মানুষ কে টেনে নিয়ে যায়। কিন্তু কেউ বুঝতে পারে না। তারপর আরেকজন কে টেনে নিয়ে যায়। এটা দেখে সবাই বাস এর ভিতরে লুকিয়ে পরার চেষ্টা করে। জন্তুটি আবার আক্রমণ করে। কিন্তু এইবার কারো কিছু হয় না। তখন কেই এর মা কেই কে দেখতে পায় না। সে অনেক চিন্তায় পরে যায়। সেই সময় জন্তুটি কেই এর মায়ের উপরে আক্রমণ করে দেয়। কিন্তু বৃদ্ধ লোকটি তাকে বাঁচিয়ে নেয়।


এইদিকে কেই এখনো বিন কে খুঁজছে। জন্তুটি তার উপরে আক্রমণ করে দেয়। কিন্তু কেই নিজেকে বাঁচিয়ে নেয়। তারপর নিজের জীবন বাঁচাতে জলের ভিতরে লাফ দেয়। কিন্তু জলের ভিতরে সে বেশি সময় থাকতে পারছিল না। তাই সে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু জন্তুটি এখানেই ছিল আর তার পিছু করতে থাকে। 


তারপর কেই খালি গাছের ভিতরে লুকিয়ে পরে। জন্তুটি তার উপরে আর আক্রমণ করতে পারে না। তবুও জন্তুটি রাগে তার উপরে আক্রমণ করতে থাকে। অন্যদিকে বাসের কাছে হঠাৎ করে জায়েন্ট পাইথন চলে আসে। সম্পূর্ণ বাস কে ধরে আকাশে উঠিয়ে ফেলে। সবার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। কিন্তু বৃদ্ধ চিনে ফেলে এখানে একটি পেঙ্গু পাইথন রয়েছে। পাইথন তাদের উপরে আক্রমণ করতে নেয়। তখন হঠাৎ করে সে একটি ডাইনোসর এর আওয়াজ শুনতে পায়। 


তাই পাইথন তাদের ছেড়ে সেই শব্দের দিকে এগিয়ে যায়। বাসটি এত উপরে থেকে পরার কারণে সবাই খারাপ ভাবে আহত হয়ে যায়। কন্ট্রাক্টার কুয়ান এর উপরে রেগে যায়। কারণ সে সবাই কে বলেছিল এখানে কোন রকম অসুবিধা নেই। তখন কুয়ান বলে, "আমার নির্মাণাধীন কর্মীদের সাথে কোন যোগাযোগ হয় নি"। তারপর সবাই একে-অপরের সাথে লড়াই করতে থাকে। কিছু সময় পর আবার তারা কিছুর আওয়াজ শুনতে পায় আর সবাই লুকানোর পরার চেষ্টা করে। তখন সেখানে বড় একটি ডাইনোসর চলে আসে।


এইদিকে কেই খালি গাছের থেকে বাহিরে বেরিয়ে আসে। সেখান থেকে কিছু দূরে যাওয়ার পর কেই অনেক ডিম দেখতে পায়। তখন কেই সেখানে আরো আসার আওয়াজ পায়। সে দ্রুত ডিমের ভিতরে লুকিয়ে পরে। কেই দেখতে পায় এখানে একটি ডাইনোসর রয়েছে। যে ডিম গুলো ভেঙ্গে খাচ্ছে। কেই চুপিচুপি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তার আধুনিক ঘড়ি শব্দ করতে শুরু করে। 


যার কারণে ডাইনোসর তার কথা জেনে যায় আর কেই কে মারার জন্য পিছু করতে থাকে। এটা দেখে কেই ভাঙ্গা ডিম এর ভিতরে লুকিয়ে পরে। কিন্তু ডাইনোসর তাকে খুঁজে ফেলে। যখন সে তার উপরে আক্রমণ করবে তখন কিছু একটা তাকে ধরে ফেলে। তখন আমরা দেখতে পাই, সেখানে জায়েন্ট পাইথন রয়েছে। এটা দেখে কেই এর অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু পাইথন তাকে কিছু করে না। তারপর কেই সেখান থেকে পালিয়ে যায়।


অন্যদিকে ডাইনোসর বাসের কাছ থেকে চলে যায়। তারা পাইথন এর শব্দ শুনতে পায়। তারপর কুয়ান বলে, "এখনো বেঁচে থাকার একটি সুযোগ আছে। নির্মাণকর্মীরা পাহাড় এর চূড়ায় একটি সিগন্যাল স্টেশন বানিয়েছিল। সেখান থেকে সিগন্যাল পাঠালে আমাদের জন্য সাহায্য আসতে পারে"। তখন কেই এর মা বলে, "এখনো আমার ছেলে কে খুঁজা বাকি রয়েছে"। জবাবে কুয়ান বলে, "তুমি কি তোমার ছেলের জন্য এদের সবাই কে মরতে দেখতে চাও"? প্রতি উত্তরে কেই এর মা কিছু বলে না।


তখন কুয়ান বাস কন্ট্রাক্টার কে একটি ক্যামেরা দিয়ে বলে, "এইসব ভালো একটা প্রজেক্ট। তুমি সকল দৃশ্য রেকটিং করবে। যার পরিবর্তে আমি তোমাকে অনেক টাকা দিবো"। অন্যদিকে কেই এর মা কেই কে খুঁজতে বেরিয়ে পরে। ড্রাইভার তার সাহায্য করে। তখন জঙ্গলের ভিতরে তারা কিছু নড়তে দেখে। পরে দেখা যায়, এখানে বৃদ্ধ লোক আর তার অ্যাসিস্ট্যান্ট রয়েছে। তখন বৃদ্ধ লোকটি বলে, "আমি প্রজেক্ট সান হাই এর প্রধান কনসান্ট্রেন্ট"। তারপর সবাই সামনের দিকে এগিয়ে যায়।


অন্যদিকে কেই এমন একটি জায়গায় পৌঁছে যায় যেখানে একটি ডাইনোসর এর কঙ্কাল রয়েছে। কিছু একটা জিনিস তাকে মাটিতে ফেলে দেয় আর তার উপরে আক্রমণ করে দেয়। কিন্তু কেই আহত হওয়া থেকে বেঁচে যায়। সে এই অদ্ভুত জন্তু দেখে ভয় পেয়ে যায়। যখন জন্তু টি তার উপরে আক্রমণ করতে আসে তখন, পাইথন এসে তার উপরে আক্রমণ করে দেয়। 


তারপর পাইথন কেই এর সামনে চলে আসে। কিন্তু সে কেই কে কিছু করে না আর তার শরীর থেকে টুকরো সরানোর চেষ্টা করে। এটা দেখে কেই একটি গাছের দড়ি এনে। সেটা দেখে পাইথন বুঝে যায়, কেই তার সাহায্য করতে চাচ্ছে। তাই সে কেই কে দড়ি বাঁধতে দেয় আর সেটি টান দিতে কাঠের টুকরো বেরিয়ে যায়। তখন কেই পাইথন কে জিজ্ঞাসা করে, "তুমি কি আমার মায়ের মতো কখনো আগুন এ পুঁড়েছো"? তারপর পাইথন সেখান থেকে চলে যায়। 


অন্যদিকে কুয়ান আর বাকিরা নির্মাণাধীন স্থানে পৌঁছে যায়। সেখানে সবকিছু ধ্বংস হয়ে গিয়েছে। এটা দেখে সবাই চিন্তায় পরে যায়। কারণ তারা কোন ভাবে সাহায্য চাইতে পারবে না। হঠাৎ করে সেই জায়গায় কাঁপতে শুরু করে। এটি দেখে সবাই ভয় পেয়ে যায়। তারপর তাদের সামনে একটি ভয়ঙ্কর ডাইনোসর চলে আসে। কুয়ান পালিয়ে যাওয়ার পরিবর্তে এই দৃশ্য ক্যামেরা বন্ধী করতে বলে। তখন ডাইনোসর তাদের উপরে আক্রমণ করে দেয়।


অন্যদিকে কেই এর মা কেই এর লোকেশন অনুসারে জঙ্গলের ভিতরে এসে পরে। তখন ড্রাইভার তার পিঠে কিছু দেখতে পায়। এটা দেখে বৃদ্ধ লোক বলে, "এটি তো ট্রাইনারো ব্লাডেলা"। তারপর ড্রাইভার সেটি লাইটার এর সাহায্যে জ্বালিয়ে দেয় আর সেটি বের করে আনে। তখন হঠাৎ করে সেখানে একটি ডাইনোসর চলে আসে। কিন্তু তখন তাকে কোন শক্তিশালী জানোয়ার ডাকে আর সে সেখান থেকে চলে যায়।


সকাল হওয়ার পরে সবাই এগিয়ে যেতে থাকে। তখন বৃদ্ধ লোক বলে, "আসলে এই জায়গায় গ্লাসিয়াস দিয়ে ডাকা ছিল। মাটির নিচে অনেক প্রাচীন জীবজন্তু ডাকা পরে ছিল। কিন্তু কোন কারণে হঠাৎ করে এরা সবাই বাহিরে চলে এসেছে"। তখন তারা পাইথন এর খোলসা দেখতে পায়। যেটা দেখে বৃদ্ধ লোক বুঝতে পারে সে কোন কিছুর জন্য তৈরি হচ্ছে।


অন্যদিকে কেই যখন এগিয়ে যাচ্ছিল। সে একটি ডাইনোসর দেখে। সেটি কোন জন্তু কে মেরে খাচ্ছিল। ডাইনোসর যখন তাকে দেখবে সেই সময় তার মা তাকে বাঁচিয়ে নেয়। তখন বৃদ্ধ লোকটি চিনে যায় এখানের ডাইনোসর ইন্ডো-মানাস রেক্স। যখন তারা এখান থেকে চলে যেতে নেয়। তখন ডাইনোসর সেখানে চলে আসে আর বৃদ্ধ লোকটির উপরে বাথরুম করে সেখান থেকে চলে যায়। 


সবাই মনে করে ডাইনোসর সেখান থেকে চলে গিয়েছে। কিন্তু সে সেখানেই ছিল আর তাদের উপরে হামলা করে দেয়। তারপর সবাই তাদের জীবন বাঁচানোর জন্য পালিয়ে যেতে থাকে আর ডাইনোসর তাদের পিছু করতে থাকে। এর মাঝে ডাইনোসর কেই আর তার মাকে ধরতে নেয়। কিন্তু তারা একটি পাহাড় এর ভিতরে চলে যায়। যেখানে ডাইনোসর এর মাথা ফেঁসে যায় আর সে তাদের কিছু করতে পারে না।


তারপর তারা সেখান থেকে পালিয়ে যেতে থাকে। কিন্তু কেই এর পায়ে লাগানো যন্ত্রে কিছু ঝামেলা হয়। তখন সেখানে আরো একটি ডাইনোসর চলে আসে। তারপর কেই তার মায়ের সাথে এই দুই ডাইনোসর মধ্যে ফেঁসে যায়। ডাইনোসর যখন তাদের উপরে হামলা করবে তখন, পাইথন সেখানে এসে তাদের দুইজনের সাথে লড়াই করতে থাকে। 


কেই এটা দেখে খুশি হয়ে যায়। কারণ সে তাদের বাঁচানোর জন্য লড়াই করছিল। এরপর কেই এর মা কেই কে নিয়ে দৌঁড়াতে থাকে। তারপর পাইথন ডাইনোসর এর সাথে লড়াই করতে থাকে আর তাদের ডাইনোসর এর আক্রমণ থেকে বাঁচাতে থাকে। তারপর সুযোগ পেয়ে সবাই পালিয়ে যেতে থাকে। কারণ সেখানে আরো ডাইনোসর চলে আসছিল। 


কিন্তু এটা দেখে কেই খুশি হয় না। কারণ পাইথন তাকে বাঁচানোর জন্য এত বড় সমস্যায় পরে গিয়েছে আর সে পালিয়ে যাচ্ছে। সে সবাই কে পাইথন কে সাহায্য করতে বলে। কিন্তু সবাই ভয় পেয়ে ছিল আর তারা টাওয়ার এর দিকে দৌঁড়াতে থাকে। কিছু সময় পর সবাই বিশ্রাম করার জন্য একটা জায়গায় দাঁড়ায়। তখন কেই তার মাকে বলে, "আমি আবার তোমাকে বিপদে ফেলে দিয়েছি। এর কারণে আপনার ভয় লাগে না"? প্রতি উত্তরে তার মা বলে, "তোমাকে হারিয়ে ফেললে আমার সবচেয়ে বেশি ভয় লাগে"। এটা শুনে কেই সম্পূর্ণ ভাবে ইমোশনাল হয়ে যায়।


তারপর সবাই এখান থেকে সামনের দিকে এগিয়ে যায়। কিছু সময় পর নির্মাণাধীন স্থানে চলে আসে। কিন্তু এখানের সব সিগন্যাল টাওয়ার নষ্ট হয়ে গিয়েছে। তখন বৃদ্ধ লোকটি এখানে আরেকটি পেঙ্গু পাইথন এর খোলসা দেখতে পায়। কিন্তু সে চিনে যায় সে সাধারণ ভাবে মারা যায় নি। এখানে নিশ্চয়ই কোন শক্তিশালী প্রাণি রয়েছে। কিন্তু পেঙ্গু পাইথন আর ইন্ডো-মানাস রেক্স দুইটি তার তার স্থানে রাজত্ব করে। 


কিন্তু ইন্ডো-মানাস রেক্স এর আক্রমণ এ ইকোলজিকাল ব্যালেন্স নষ্ট করে দিয়েছে। তারপর থেকে দুইজন এর ভিতরে প্রতিনিয়ত লড়াই লেগে রয়েছে। কিন্তু এখন পেঙ্গু পাইথন ইন্ডো-মানাস রেক্স প্রসেস এ রয়েছে। যদি এটি চলতে থাকে তাহলে কেউ বলতে পারবে না কে জিতবে। তখন কুয়ান কেই কে নিজের জিম্মায় নিয়ে নেয় আর বলে উঠে, "কেউ এখন এখান থেকে যেতে পারবে না। কারণ যদি সবাই এই বিষয়ে জেনে যায়। তাহলে আমার সব পরিশ্রম বিফল হয়ে যাবে"।


তখন সেখানে একটি ডাইনোসর চলে আসে। কেই এর মা সুযোগ বুঝে কুয়ান এর কাছ থেকে কেই কে ছাড়িয়ে নেয় আর তারা গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে। ডাইনোসর কুয়ান কে পাড়া দিয়ে মেরে ফেলে। সে তাদের দিকে এগিয়ে আসে। তখনি তাদের গাড়ি চালু হয়ে যায়। তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ডাইনোসর আবার তাদের পিছু করতে থাকে। যার কারণে তাদের গাড়ি এক্সিডেন্ট হয়ে যায়। ডাইনোসর তাদের উপরে আক্রমণ করতে আসে। তখন পেঙ্গু পাইথন এসে তার উপরে আক্রমণ করে দেয়।


কেই পেঙ্গু পাইথন কে জীবিত থেকে খুশি হয়ে যায়। পেঙ্গু পাইথন ইন্ডো-মানাস রেক্স এর সাথে লড়াই করতে থাকে। কিন্তু কিছু সময় পর পেঙ্গু পাইথন ডাইনোসর এর সামনে দুর্বল পরে যায়। এটা দেখে বৃদ্ধ লোকটি বলে, "পেঙ্গু পাইথন একা তার মোকাবেলা করতে পারবে না। আমাদের কোন ভাবে তার সাহায্য করতে হবে"। তখন তারা সেখানে কিছু বোম দেখতে পায়। কেই এর মা সেগুলো ডাইনোসর এর পায়ের কাছে নিয়ে যায়।


তারপর বৃদ্ধ লোক রিমোট নিয়ে বিস্ফোরণ করার চেষ্টা করে। কিন্তু রিমোট কাজ করে না। এটা দেখে অ্যাসিস্ট্যান্ট মশাল নিয়ে এগিয়ে যেতে থাকে। কিন্তু মাঝ রাস্তায় আহত হয়ে যায়। এটা দেখে কেই নিজে যাওয়ার জন্য এগিয়ে যায়। দুর্ভাগ্য বশত কেই এর পায়ের সিস্টেম খারাপ হয়ে যায়। এটা দেখে সবাই কেই কে আটকানোর চেষ্টা করে। কিন্তু কেই কারো কথা শুনে না। কারণ সে তার মায়ের কিছু হতে দিবে না।


তারপর সে নিজের পায়ে দাঁড়িয়ে যায় আর মশাল বোম এর দিকে ছুঁড়ে মারে। এর বিস্ফোরণ এ কেই নিজে আহত হয়ে অজ্ঞান হয়ে যায়। অপর দিকে এই বিস্ফোরণ এর ফলে পেঙ্গু পাইথন আক্রমণ করার সুযোগ পায় আর সে ইন্ডো-মানাস রেক্স এর উপরে আক্রমণ করে তাকে মেরে ফেলে। 


এইদিকে কেই এর মা কেই র জ্ঞান ফিরে আনার চেষ্টা করে। কিন্তু তার জ্ঞান ফিরে আসে না। তখন সেখানে পেঙ্গু পাইথন চলে আসে। সে কেই কে এই অবস্থায় দেখে দুঃখ পায়। তারপর সে যখন তার শক্তিশালী আওয়াজ বের করে তখন, কেই র জ্ঞান ফিরে আসে। তার ফল সরূপ কেই এর মা খুশি হয়ে যায় আর পেঙ্গু পাইথন কে জীবিত দেখে কেই খুশি হয়ে যায়।


এই বিষয়ে যখন সরকার জানতে পারে তখন তারা এই সম্পূর্ণ দ্বীপটি সিল করে দেয়। তারপর কেই এবং বাকিদের তাদের বাড়িতে দেখানো হয়। 


এখানেই সিনেক থ্রি মুভি সমাপ্ত হয়।

মন্তব্যসমূহ